
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত তাসফিয়া শ্রীরামপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়, পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পরে বালতির মধ্যে পায়।
এসময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ড থানা অফিসার ইনচার্জ এমএ রউফ খান, শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]