নাজিরপুরে ঠিকাদারের বিরুদ্ধে
বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২৩:১৮
বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘদিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। নাজিরপুরের মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশু নামের এক ঠিকাদার।


জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়। এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা,টিউবয়েল,টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।


সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকূপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র ৫ ভাগ। নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।


এ বিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদূর্ভোগের শেষ নেই, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না, এখানের পানি পান করে অনেকেই পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে জনগূর্ভোগের লাঘব ঘটে।


এ বিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি ডিপ টিউবয়েল স্থাপন করেছে তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রুত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার।


বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, অংশু নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।


নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব মো. আবু হাসান খান বলেন, এই অংশু নাজিরপুরের উন্নয়নের ১২ টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে, কাজ করেনি, এরা দেশের শত্রু, জনগণের শত্রু, জাতির শত্রু, এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবি করছি এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহণ করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।


পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।


এবিষ‌য়ে ঠিকাদার জাহিদুল ইসলাম অংশু ও সাইফুল ইসলাম‌কে ক‌য়েকবার ফো‌নে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে পাওয়া যায়নি।


বিবার্তা/মশিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com