দৌলতপুরে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা উদ্বোধন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪০
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা উদ্বোধন করা হয়েছে।


৬ জানুয়ারি, সোমবার বিকেল ৪টায় দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ পর্বের খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও


দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট


আয়োজক কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ হোসেন মাষ্টার, সহ-সভাপতি মো. রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নজরুল ইসলাম, মো. দেল হোসেন মেম্বর, দৌলতপুর উপজেলা


বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুর রহমান ও দৌলতপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলী সবুজ।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও আয়োজক কমিটির সভাপতি দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা।


দ্বিতীয় পর্বের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা ১-০ গোলে মেহেরপুর জেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। উত্তেজনাপূর্ণ এ খেলা দেখতে দৌলতপুরসহ পার্শ্ববতী উপজেলার অসংখ্য দর্শক উপস্থিত হয়।


আলহাজ মো. নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com