
নরসিংদীর রায়পুরায় মা মতি পাগলীর মাজারের ওরশকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি দিয়েছে মাজারপন্থি লোকজন ও স্থানীয় আলেম সমাজ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মাজার এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ জারি করা হয়েছে। এ ছাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলছে।
রবিবার (৫ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করা হয়। রবিবার রাত ৮টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মাজার এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
১৪৪ ধারা জারির পাশাপাশি ওই এলাকার মানুষের জন্য বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। সেখানে বলা হয়েছে, ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় ওই এলাকায় চারজনের বেশি লোক চলাচল, মিটিং ও লাঠিসহ যে কোনো ধরনের মিছিল, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দেশীয় অস্ত্রসহ যে কোনো ধারালো ছুরি, টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, চরআড়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুক্তি পাগলীর ওরশটি প্রায় ৭৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারি মাসের ৫, ৬ ও ৭ তারিখ তিন দিনব্যাপী ওরশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাজারে ওরশ হওয়াকে কেন্দ্র করে মাওলানা আনিসুর রহমান, মাওলানা ওমর মোল্লাদের নেতৃত্বে ওলামায়ে কেরামরা এবার ওরশটি প্রতিহত করার ঘোষণা দেন। এদিকে তাদের ঘোষণাকে প্রতিহতের ডাক দেন ওরশ আয়োজক কমিটির লোকজন।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]