সীমান্তে ভারতের দখলে থাকা নদী অবমুক্ত করল বিজিবি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮:৪২
সীমান্তে ভারতের দখলে থাকা নদী অবমুক্ত করল বিজিবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করেছে মহেশপুর-৫৮ বিজিবি।


৬ জানুয়ারি, সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সাংবাদিক সম্মেলন করে মহেশপুর-৫৮ বিজিবি।


সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ। এসময় উপস্থিত ছিল ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।


অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, মহেশপুর-৫৮ বিজিবি মাটিলা সীমান্তে কোল ঘেসে কোদলা নদী বহমান । এই নদীর ৪.৮ কি. মি. বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এ যাবৎকাল প্রতিপক্ষ ভারত বাংলাদেশ লোকজনকে নদীতে কোনরকম কাজকর্ম, মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিত। সম্প্রতি সেটি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি দখদারিত্ব প্রতিষ্ঠা করে।


তিনি আরো বলেন, এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসলও করছে।


স্থানীয় এক কৃষক আলমগীর জানান তারা এখন নিয়মিত নদীর ধারে কাজ করতে পারছে মাছও ধরছে। এর আগে বিএসএফ নদীতে নামতে বাধা দিত।


মাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পলাশ রহমান বলেন, আগে তাদের এলাকার লোকজন নদীতে নামলে বা মাছ ধরলে বিএসএফ ভয় ভীতি প্রদর্শন করত। বিজিবি দখল নেওয়ার পর থেকে আমরা এখন স্বাভাবিকভাবে নদী ভোগ দখল করছি।


নতুন অধিনায়ক এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/রায়হান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com