
খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকা থেকে খলনাগামী চিত্রা এক্সপ্রেসের ট্রেনের রাত্রকালীন যাত্রাবিরতির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
৫ জানুয়ারি, রবিবার দুপুর ১২টা থেকে এ মানববন্ধন শুরু হয়। পরে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে রেলপথে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
এসময় তারা দর্শনা হল্ট স্টেশনে এই দুটি ট্রেনের অন্তত ৩ মিনিট যাত্রাবিরতির দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। উপজেলা নির্বাহী অফিসার অবরোধকারীদের দফায় দফায় বোঝানোর চেষ্টা করলেও দাবি আদায়ে অনড় থাকেন তারা।
তবে টানা সোয়া দুই ঘন্টা পর ইউএনওর আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করেন অবরোধকারীরা।
এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল বলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম, এজিএম এবং আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। রেলের উর্ধতন কতৃপক্ষ জানান এটা তো চাইলেই হয়ে যাবে না। একটা প্রসেস আছে। বিষয়টি নিয়ে ওনারা শিগগিরই মন্ত্রণালয়ের সঙ্গে বসবেন, তারপর একট সিদ্ধান্তে আসবেন।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমি অবরোধকারীদের দাবির বিষয় বুঝিয়ে বলেছি। এরপর তারা তাদের কর্মসূচি স্থগিত করে। আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রহমান বলেন, চুয়াডাঙ্গার দর্শনা রেলের প্রথম শহর। অথচ এখন পর্যন্ত ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এখানে নেই। আমরা দীর্ঘদিন যাবত এই স্টেশনে ট্রেন দুটির অন্তত ৩ মিনিট যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছি। কিন্তু এ দাবির কোনো অগ্রগতি না হওয়ায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আকমত আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রহমান, এ এইচ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিবার্তা/সাঈদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]