
বাগেরহাটের শরণখোলায় এক হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
৫ জানুয়ারি, রবিবার দুপুরে বলেশ্বর নদে অবৈধভাবে পেতে রাখা নিষিদ্ধ এ জাল জব্দ করে পুড়িয়ে দেয় নৌ পুলিশ।
ধানসাগর নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোক্তার হোসেন জানিয়েছেন, স্থানীয় কিছু অসাধু জেলে বলেশ্বর নদে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে মাছ শিকার করছেন এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ উপজেলার খোন্তাকাটা এলাকা সংলগ্ন বলেশ্বর নদ থেকে এক হাজার মিটার নিষিদ্ধ করেন্ট জাল জব্দ করেন।
তিনি আরও জানান, অভিযানের বিষয়টি বুঝতে পেরে জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জাল রায়েন্দা ফেরিঘাট এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]