নরসিংদীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫
নরসিংদীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পলাশ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেচ্ছাসেবক দল কেন্দ্য কমিটির সাবেক সহ—সাধারণ সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ নরসিংদী জেলা কমিটির সভাপতি আলহাজ ফজলুল কবির জুয়েল।


৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় অবহেলিত প্রায় সাত হাজার মানুষের মাঝে পলাশ বাজারে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।


যতদিন শীত থাকবে ততদিন কম্বল দেওয়া অব্যাহত থাকবে। তাছাড়া বিগত এক মাস যাবৎ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।


শীতবস্ত্র বিতরণের পূর্বে আলহাজ ফজলুল কবির জুয়েল বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছে তারা দলের কেউ নয়। বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজিতে জড়িত তাকে ধরে আইনের আওতায় তুলে দিন। বিএনপির জনগণের প্রত্যাশা অনুযায়ি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে।


কম্বল বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সিনিয়র সহসভাপতি ও ফজলুল কবির জুয়েলের স্ত্রী রাবেয়া আক্তার নিরু, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব রাব্বি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল, শ্রমিক নেতা হানিফ, মোকতার, মৎস্যজীবি দলের নেতা ইকবাল হোসেন, যুব নেতা বিল্লালম, জহিরুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com