টাঙ্গাইলে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭
টাঙ্গাইলে মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


৩০ ডিসেম্বর, সোমবার সকালে পার্ক বাজার মোড়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. জহের আলী, ব্যবসায়ী বাবলু সাহা, সরোয়ার হোসেন, আমীর হামজা, মোহাম্মদ আলী, আব্দুস ছাত্তার, মামুন হোসেন, মাসুদ পারভেজ পানু, মো. আদর আলী প্রমুখ।


এ সময় ভুক্তভোগী ১০ জন ব্যবসায়ী ও তাদের পরিবারসহ পার্ক বাজারে বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ীগণ এই মানবন্ধনে উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ীসহ বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। পার্ক বাজারের এইসব ব্যবসায়ীরা কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত নন। ৫ আগস্টের পূর্বে ছাত্রদের সাথে আমরা রাজপথে ছিলাম। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে বিভিন্নজনের নিকট টাকা দাবি করছে। আমাদের ভুক্তভোগী ওইসব ব্যবসায়ীরা দিন রোজগার করে দিন খায় টাকা দিবে কীভাবে।


বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরো বলেন, দ্রুত এই মামলা থেকে ১০ জন ব্যবসায়ীর নাম প্রত্যাহার করা না হলে বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com