সোনারগাঁওয়ে
প্রাইভেট কারের ধাক্কায় নানার সামনে নানি-নাতনির মৃত্যু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
প্রাইভেট কারের ধাক্কায় নানার সামনে নানি-নাতনির মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট কার ও সিএনজির ধাক্কায় নানার সামনে নানি আছিয়া বেগম (৬০ বছর) বয়সী ও নাতনি অর্থী (৭ বছর) বয়সী দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নানা ও আরেক মেঝ নাতনি আহত হয়েছেন।


রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে নাতনিকে মৃত ঘোষণা করেন এবং নানী সোনারগাঁও ঘটনাস্থলেই মারা যান।


মৃত অর্থীর বাবা বাবুল হোসেন রাকিব জানান, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আজ সন্ধ্যার দিকে খবর পাই, আমার শাশুড়ি আসিয়া বেগম ও আমার মেয়ে অর্থী সহ আমার শশুর আমার আরেক মেয়ে আহত হয়েছেন পরে ঘটনাস্থলে যেয়ে দেখা গেল আমার শাশুড়ি মারা গেছেন ও আমার মেজ মেয়ে ও আমার শ্বশুর আহত অবস্থায় আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে। পরে আমার শাশুড়িকে আত্মীয়-স্বজনের জিম্মায় রেখে আমি আমার শ্বশুর ছোট মেয়ে এবং বড় মেয়ে আর্থীকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।


তিনি আরও বলেন,আমাদের ভাড়া বাসা মেঘনা ভবেরচর এলাকায়।


আজ বিকেলে শ্বশুর শাশুড়ি ছেলে-মেয়ে সহ নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘরের ঘুড়তে যাওয়ার সময় সোনারগাঁও মেঘনা ব্রিজ এর পশ্চিম পাশে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে সিএনজিকে ধাক্কা দেয় এতে সিএনজি দুমরে মুচড়ে যায় ঘটনাস্থলে আমার শাশুড়ি মারা যান। সেখান থেকে আমার শ্বশুরসহ তিনজনকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে আমার মেয়ে অর্থী মারা যায় আমার শ্বশুর চিকিৎসাধীন রয়েছেন।


আমাদের বাড়ি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব বর্তমানে মেঘনা ভাবেরচর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করি।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে আহত শ্বশুর মেজ মেয়ে চিকিৎসাধীন বিষয়টি ভবেরচর রোডস এন্ড হাইওয়কে অবগত করা হয়েছে।


বিবার্তা/বুলবুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com