রাতের আঁধারে বিষ দিয়ে কৃষকের পেঁয়াজ-রসুন নষ্ট করলো দুর্বৃত্তরা
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৪
রাতের আঁধারে বিষ দিয়ে কৃষকের পেঁয়াজ-রসুন নষ্ট করলো দুর্বৃত্তরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া বিষাক্ত রাসায়নিক দ্রব্যে এক কৃষকের প্রায় ৪ একর জমির মুড়িকাটা পেয়াজ, রসুন, হালি পেয়াজ ও পেয়াজের বীজতলা নষ্ট হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের বারুগ্রাম আবাসন এলাকার কৃষক বাদশা সিকদার (৪২) এর সাথে।


চলতি মৌসুমে তিনি দেড় হেক্টর জমিতে শীতকালীন মুড়িকাটা পেয়াজ, দেড় হেক্টর জমিতে রসুন, পাঁচ হেক্টর জমিতে হালি পেয়াজ রোপণ করে।এছাড়াও দুই হেক্টর জমিতে পেয়াজের বীজ বপন করে।


গত ২২ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা তার প্রতিটি ফসলের ক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ঝলসিয়ে দিয়েছে। এতে করে কৃষকের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন।


ভুক্তভোগী বাদশা সিকদার বলেন, আমি কৃষি কাজ করে সংসার চালাই।চলতি মৌসুমে সবার আগে পাঁচ হেক্টর জমিতে হালি পেয়াজ লাগাইছি।এছাড়া মুড়িকাটা পেয়াজ, রসুনও সবার থেকে আমার ভালো হইছে।আমার হালির আতালে গেলে বুক ছিড়ে যাচ্ছে।এক এক কেজি পেয়াজের বীজ কিনছি ১৬/১৭ হাজার টাকা করে।


তিনি বলেন, আমি সহযোগিতা চাই না। আমি চাই যারা এভাবে রাতের অন্ধকারে আমার জমি ফসল নষ্ট করেছে তাদের প্রশাসন চিন্তিত করে আইনের আওতায়ানক। এতে করে আমি নির্ভয়ে মাঠে অন্যান্য ফসলের চাষ করতে পারবো।


স্থানীয় সার-কীটনাশক ব্যবসায়ী মিলন মন্ডলের সাথে দেখা হয় কৃষকের ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেতে তিনি জানান, এই সকল ফসলে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এটি সাধারণ ধীরে ধীরে কাজ করে।আস্তে আস্তে প্রতিটি ফসলের গোড়া পচে শেষ হয়ে যাবে।আরও এক সপ্তাহ গেলে ক্ষতিটা দৃশ্যমান হবে।


তিনি বলেন, আমার ধারণা যে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছে সেটা মাটিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করে। এতে করে আগামী ১৫ দিন পরে এই জমিতে চাষ করতে হবে। এতে করে পেয়াজ লাগানোর মৌসুম শেষ হয়ে যাবে।


স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, আমাদের ধারণা শত্রুতা করে এমন কাজ করা হয়েছে। এখন তো আমরা নিজেরাও আতঙ্কে আছি।তাদের দাবী অপরাধীকে চিহ্নিত করে আইনেওতায় আনা হোক। এতে করে সবাই নির্ভয় চাষাবাদ করতে পারবে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com