গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা।


শ্রমিকরা জানায়, হারডি অ্যাসোসিয়েট কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ উধাও। দুই মাসের বেতন বকেয়া থাকায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছে। মালিকপক্ষ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে নেয়ার ঘোষণা তারা।


এদিকে শিল্প পুলিশ বলছে, মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।


প্রসঙ্গত, একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে কারখানা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার কারখানা খুললে একই দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com