ব্রাহ্মণবাড়িয়ার
পুলিশ সুপার জাবেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২১
পুলিশ সুপার জাবেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদোন্নতিজনিত কারণে সদ্য বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জাবেদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।


এ উপলক্ষ্যে রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের টি.এ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন।


সংগঠনের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিদায়ী পুলিশ সুপারের সর্বাত্মক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা মো. আরজু, সাবেক সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি, কোষাধ্যক্ষ আজিজুর রহমান পায়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য আশিক মান্নান হিমেল, মেহেদী নূর পরশ, সদস্য উজ্জ্বল চক্রবর্তী, প্রকাশ দাস, রিফাত আন নাবিল, আবুল হাসনাত রাফি।


এ সময় বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মো. জাবেদুর রহমান বলেন, শিক্ষা-সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া একটি সমৃদ্ধ জেলা। এ জেলার মানুষ খুবই মেধাবী এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে এক আত্মার সম্পর্ক গড়ে তোলে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার হয়ে আসার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা পেয়েছি। যে কারণে পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুনামের সাথে কাজ করে গেছে। আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকবৃন্দ জেলার উন্নয়নে ন্যায় ও সততার সাথে লেখনির মাধ্যমে এই জেলাকে আরো সমৃদ্ধ করবে।


পরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ সম্মান ক্রেস্ট প্রদান ও ফুলেল ভালোবাসায় বিদায়ী পুলিশ সুপারকে সিক্ত করেন।


বিবার্তা/আকঞ্জি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com