
সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে দুই ঘণ্টা রানওয়েতে আটকা পড়েছিল বিমানটি।
শনিবার (৫ জুলাই) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মদিনা থেকে বিমানটি শুক্রবার রাত সাড়ে ১১টায় উড্ডয়ন করার পর চট্টগ্রাম বিমানবন্দরে বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ৯টায় অবতরণ করে। এরপর রানওয়ে-২৩ প্রান্তে হঠাৎ আটকে যায়। বিমানে প্রায় ৪১৯ জন হাজি ও প্রবাসী যাত্রী ছিলেন।
শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে আনা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]