বাজার উন্নয়নে নেয়া হবে যথাযথ ব্যবস্থা: চেয়ারম্যান জিরুনা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩০
বাজার উন্নয়নে নেয়া হবে যথাযথ ব্যবস্থা: চেয়ারম্যান জিরুনা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে ৩৭টি বাজারের উন্নয়ন, সংস্কার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও সেবার মান বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, বাজার উন্নয়ন মুলক কাজ এগিয়ে নিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


এছাড়াও বাজার ফান্ডের আওতাধীন প্রতিটি বিষয় যথাযথভাবে পরিচালনায় ব্যবস্থা নেয়ার মধ্য দিয়ে জটিলতা নিয়ে মামলার বিষয়ে আইনিভাবে কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।


২২ ডিসেম্বর, রবিবার দুপুরে বাজার ফান্ডের আয়োজনে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বাজার চৌধুরীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এতে তিনি সকল বাজার চৌধুরীদের নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এতে আগত বাজার চৌধুরীদের মতামত নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বাজার চৌধুরীরা।


সভায় বাজার ফান্ড প্রশাসকের আহ্বায়ক ও পরিষদ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরীর সঞ্চালনায় এতে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা (উপসচিব) টিটন খীসাসহ অন্যান্যরা।


বিবার্তা/মামুন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com