
জেলার চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ করা ১৭ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।
২১ ডিসেম্বর, শনিবার সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ সৃষ্টি করে।
কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেয়। তাদের দাবি বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।
মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই রুট ব্যবহারকারীরা ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন। ঢাকামুখী উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহনগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক ব্যবহার করে যোগাযোগ স্বাভাবিক রেখেছে।
শ্রমিকরা মারমুখী ও বিশৃঙ্খল থাকায় নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের এসি সুবীর কুমার সাহা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]