
সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনেই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারা দুজন হলেন, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কানাইলাল দাশ (৬৮) ও তার স্ত্রী সরস্বতী দাশ (৬০)। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের ভাইপো অপূর্ব দাস জানান, কাকা কানাইলাল দাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এই খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (সরস্বতী দাস) স্ট্রোক করে মারা যান। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কানাইলাল দাস খুব ভালো মানুষ ছিলেন। কিছুদিন যাবৎ তিনি হার্টের অসুখে ভুগছিলেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সেলিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]