ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১০
ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে পর্যটক পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার ভাইপো রনি ঘোরামী (১২) আহত হয়েছেন।


এ দুর্ঘটনা সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে খুলনা-ঢাকা মহসড়কের উপজেলার তৈয়আলী বটতলা এলাকায় ঘটে। নিহত মো. আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার গাফুরা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আশরাফুল ইসলাম তার ভাইপো রনিকে নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের তৈয়বআলী বটতলা এলাকায় এসে পৌঁছালে খুলনাগামী যাত্রীবাহী পর্যটক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম নিহত হন। এসময় সাথে থাকা ভাইপো রনি গুরুতর আহত হন।


প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। নিহত আশরাফুল ইসলাম গোপালগঞ্জে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com