জলাবদ্ধতা থেকে মুক্তিসহ
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে তালায় মানববন্ধন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে তালায় মানববন্ধন
সাতক্ষীরা (তালা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা তালা উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।


উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,নাগরিক কমিটির সহ-সভাপতি ডা. জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।


পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।


বক্তারা বলেন, তালা উপজেলায় উন্নয়নকাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানান সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে।


তারা আরও বলেন, উপজেলা ভূমি অফিস স্থাপন না থাকায় জনগণকে বিভিন্ন জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া, তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।


মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


বিবার্তা/সেলিম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com