কোটচাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩১
কোটচাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আহত ও শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


২৮ নভেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার উছেন মে'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. জিল্লুর রহমান, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ মো. শরিফুজ্জামান তুহিন।


উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. হৃদয় আহসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য মো. সাইফুল ইসলাম শিলু, সদস্য মো. তুহিনুর রহমান প্রমূখ।


সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজা রক্ত দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি।


পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।


সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com