কুষ্টিয়ায় নারী চিকিৎসককে টেনে হিঁচড়ে সড়কে এনে মারধর
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১:০৬
কুষ্টিয়ায় নারী চিকিৎসককে টেনে হিঁচড়ে সড়কে এনে মারধর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় শারমিন সুলতানা নামের এক নারী গাইনী চিকিৎসককে তার চেম্বার থেকে বের করে মারধরের ঘটনা ঘটেছে। প্রতারণার নানা অভিযোগ এনে একদল নারী ওই নারী চিকিৎসককে মারধর করেন। পরে পুলিশ এসে ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ হামলার নিন্দা জানিয়েছেন চিকিৎসকরা। আর প্রতারণার অভিযোগ পুরো অস্বীকার করেছেন নারী চিকিৎসক।


কুষ্টিয়া শহরের অর্জুনদাস আগরওয়ালা সড়কে লাইফ ডায়গনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন ডা. শারমিন সুলতানা। ৪ মে, সোমবার দুপুরে ডায়গনস্টিক মালিকের ফোন পেয়ে চেম্বারে আসার পর আগে থেকে সেখানে অবস্থান করা একদল নারী প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে তার ওপর হামলা করে। এ সময় চেম্বার থেকে টেনে হিঁচড়ে বের করে সড়কের ওপর নিয়ে আসে। ৬ থেকে ৭জন নারী চুলের মুটি ধরে তার ওপর হামলা করে। বেশ কয়েকজন তার পোশাক ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। হামলার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।


মেহেরপুর জেলা থেকে আসা এসব নারীদের অভিযোগ বিভিন্ন সময় তাদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন। এখন আর ফেরত দিচ্ছে না।


এদিকে লাইফ ডায়গনস্টিক সেন্টারের কয়েকজন কর্মচারী ঠেকানোর চেষ্টা করলে দলবেঁধে নারীরা হামলা চালায়। এদিকে হামলার সময় পুলিশে খবর দেওয়া হয়। পরে কুষ্টিয়া মডেল থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নেয় বলে জানায় কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন।


তবে ওই নারী চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, তিনি কারো কাছ থেকে কোন অর্থ নেননি। তাকে পরিকল্পিত ভাবে ফাঁসাতে হামলা চালানো হয়েছে। প্রকাশ্যে সড়কে তাকে মারধর করা হয়েছে।


ডা. শারমিন সুলতানার স্বামী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. মাসুদ রানা বলেন, তার স্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তার কোন ভিত্তি নেই। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com