
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নড়াইল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ বাগচী, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রুত নিষিদ্ধের আহ্বান জানান।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]