
নড়াইলের নড়াগাতিতে এস এস সি’র টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম মিয়া (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে থানার ডুমরিয়া গ্রামের সোসাইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে।
নিহত শিক্ষার্থী আব্দুর রহিম মিয়া ডুমরিয়া গ্রামের মো. ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষায় ৭টি বিষয়ে ফেল করে আব্দুর রহিম মিয়া। যার কারণে এস এস সি পরীক্ষার ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার (২৭ নভেম্বর) বিকালে রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]