নরসিংদীতে মৃত দেখিয়ে খালাস হত্যা মামলার আসামি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৯:৪৬
নরসিংদীতে মৃত দেখিয়ে খালাস হত্যা মামলার আসামি
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হত্যা মামলার আসামিকে মৃত দেখিয়ে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চলতি বছরের ২০ মার্চ এ রায় প্রদান করেন নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত।


অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৬ মার্চ কমলা বানু নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হয়। কমলা বানু হত্যার অভিযোগে মনোহরদী থানায় তার ভাই আব্দুল বাতেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় মনোহরদী উপজেলার খালিয়াবাইদ গ্রামের লিয়াকত আলীর ছেলে শ্যামল ও নিহত কমলা বানুর ছেলে শরীফ মিয়াকে অভিযুক্ত করে পুলিশ চার্জশিট প্রদান করেন। অতঃপর মামলাটি বিচারের জন্য নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বদলি হয়। বিজ্ঞ আদালত উল্লিখিত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ শ্যামল ও শরীফকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। শ্যামল জামিন নিয়ে আর আদালতে হাজির হননি। পরবর্তীতে ২০১৫ সালের ৮ নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে শ্যামলকে মৃত দেখানো হয়।


পরে চলতি বছরের ২০ মার্চ নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এ মামলার রায় ঘোষণা করেন। উক্ত রায়ে আদেশ হয় যে, ‘অত্র মামলার ১নং আসামি শরীফ মিয়া (২৫), পিতা: আ. গফুর, সাং- খালিয়াবাইদ, থানা: মনোহরদী, জেলা: নরসিংদীর বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩২০/৩৪ ধারার অধীনে আনীত অভিযোগ সাক্ষ্য প্রমাণ দ্বারা সন্দোহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় উক্ত আসামিকে আনীত অভিযোগের দায় হইতে বেকসুর খালাস প্রদান করা হলো। আসামি শ্যামল (২০), পিতা: লিয়াকত আলী, সাং- খালিয়াবাইদ, থানা: মনোহরদী, জেলা: নরসিংদী মৃত্যুবরণ করায় তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি প্রদান করা হলো।’


মামলার রায় নিয়ে বিপত্তি ঘটে তখন, যখন অন্য একটি মামলায় গত ২৬ অক্টোবর মনোহরদী থানা পুলিশ শ্যামলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।


এব্যাপারে শ্যামলের মা দেলোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে মৃত দেখিয়ে কেন খালাস দেয়া হবে। আমার ছেলে কী মৃত। এটা শত্রুতামি করে করা হয়েছে। এ ব্যাপারে আমরা এত কিছু জানি না।


নরসিংদী জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, নরসিংদী আদালতে বেঞ্চসহকারীর সাথে যোগাযোগ করে শ্যামল এর নথিসহ তার মৃত্যু সনদ আছে কিনা জানতে চাইলে তিনি জানান, নথিতে অন্যান্য কাগজপত্র রয়েছে, তবে মৃত্যুসনদ সংক্রান্ত কোনো কাগজপত্র নেই।


এব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, চলমান একটি মামলায় শ্যামলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ৩টি মামলা রয়েছে।


বিবার্তা/কামাল/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com