
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির রাধানগর বাজারে খাজা মোল্যা (৫০) নামে একজন কৃষক কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৪মে) সকাল সাড়ে ৭টার দিকে ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা- রাধানগর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা -ইছাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা নিজ বাড়ি থেকে বাজার করার উদ্দেশে রাধানগর বাজারে যায়। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য পলাশ শেখের নেতৃত্বে এসেকেন্দার,ইনসান,রবিউল,শরিফুলসহ ১০/১২জন মিলে ধারালো অস্ত্রসহ রাধানগর বাজারে রবিউলের চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যা কে ঘিরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বেলাল আহম্মেদ তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় অভিযুক্ত ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখে সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমি সকাল ৮টায় ঘুম থেকে ওঠে শুনতে পায় খাজা মোল্যা কে বা কারা কুপিয়েছে আমি জানি না। তবে এঘটনার সাথে আমার লোকজন জড়িত না।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। কুমারডাঙ্গা-রাধানগর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]