
নড়াইলে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর, বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, কোর্ট পুলিশ পরিদর্শক সরেস চন্দ্র।
সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জেলা তথ্য অফিসার রোস্তম আলী।
এসময় জেলা পর্যায়ে বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]