
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত মা মোছা. ছবিজান বেগম (৮০) ১৫ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার দোহার গ্রামের মৃত্য আলীমুদ্দি খাঁর স্ত্রী।
বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ছেলে মো. বিল্লাল খাঁ জানান, আমাদের ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন মেঝ ভাই কাশেম আলী খাঁ’র (৪৫) সাথে বিরোধ চলছিল। সে আমাদের বাড়ি হতে বাহির হওয়ার পথ বেড়া দিয়ে ঘিরে রেখে ৭ মাস ধরে অত্যাচার করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার সালিশ বৈঠক করেও মিমাংসা করতে পারেনি। সে কাহারো কথা মানতে চায় না। গত ১১ নভেম্বর দুপুরে আমি বাড়ি হতে বের হওয়ার সময় সে আমাকে মারধর করে। এসময় মা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে সে ও তার স্ত্রী রোজিনা বেগম তাকেও মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
পরবর্তীতে অবস্থার অবন্নতী হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, এই রুগীর চিকিৎসা করাতে হলে ঢাকায় নিতে হবে। অর্থাভাবের কারণে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা করাচ্ছিলাম। বুধবার ভোররাতে বাড়িতে তার মৃত্যু হয়।
এর আগে মারামারির ঘটনায় তালা থানায় বিল্লাল বাদি হয়ে তার ভাই কাশেম আলী খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও মুকুল কে আসামী করে মামলা দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলার প্রেক্ষিতে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/সেলিম/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]