
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা- ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামার বাড়ি, নড়াইলের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্তব্যে বলেন, উপযুক্ত মাটি, আবহাওয়া ও মৌসুম বিবেচনা করে গাছ লাগানো এবং গাছের সঠিক পরিচর্যা করবেন।
এসময়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সার্বিক আয়োজন পর্যবেক্ষণ করেন।
বৃক্ষমেলায় ১২টি স্টলে হরেক রকমের গাছের চারা এবং আনুষঙ্গিক পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অংশগ্রহণকারীরা। স্টলগুলোর মধ্যে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মতো সরকারি দফতরের পাশাপাশি নড়াইলের বিভিন্ন স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন বেশ কয়েকটি নার্সারিও রয়েছে।
বৃক্ষমেলায় নানান প্রজাতির দেশি-বিদেশি ফুলের গাছের আধিক্য লক্ষণীয়। এসব ফুলের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, মোরগফুল, চন্দ্রমল্লিকা, স্থলপদ্ম, অ্যাডেনিয়াম ইত্যাদি। পাশাপাশি শীত মৌসুমের কিছু ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের দেখাও মিলছে। বিভিন্ন প্রজাতির লেবু, জলপাই, হরীতকী, বহেরা, লেমন গ্রাস, পাতাবাহার ইত্যাদি গাছের কলম ও চারা শোভা পাচ্ছে স্টলগুলোতে।
মেলার প্রথম দিনে নড়াইলের নানান বয়সী ক্রেতা, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখর ছিল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। প্রতিদিন সকাল থেকে রাত সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা শেষ হবে আগামী সোমবার (২ ডিসেম্বর)।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]