
শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে শেখ মোহাম্মদ আলীকে (ইত্তেফাক) এবং সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেনকে (নয়া দিগন্ত) নির্বাচিত করা হয়।
২৫ নভেম্বর, সোমবার সন্ধ্যায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম নির্বাচন পরিচালনা করেন।
১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নজরুল ইসলাম আকন (৭১’ টিভি/ জনকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাপ্পি (এস টিভি/ভোরের ডাক), কোষাধ্যক্ষ আবু হানিফ (প্রবাহ), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে সাবেরা ঝর্ণা (মানব কন্ঠ), নির্বাহী সদস্য- ইসমাইল হোসেন লিটন (প্রতিদিনের বাংলাদেশ), মহিদুল ইসলাম (কালের কন্ঠ), আমিনুল ইসলাম সাগর (ভোরের দর্পন), সান্তানুর রহমান খোকন (ইনকিলাব) ও আব্দুর রাজ্জাক তালুকদার (খবরপত্র) নির্বাচিত হয়।
এর পূর্বে গত ২৬ আগষ্ট শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছিলো।
বিবার্তা/শশী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]