
সাভারের হেমায়েতপুর থেকে দুই যুবকের লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) রাতে যাদুরচর ও ভাকুর্তার টোটালিয়া পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাতে হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নিজ ভাড়া ঘরে আল আমিন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
অপরদিকে ভাকুর্তার টোটালিয়া পাড়া এলাকার একটি ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আমির হোসেন বলেন, ময়না তদন্তের পরে তাদের মৃত্যুর রহস্য উদঘাটন করে যাবে।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]