২০০০ সালে
বিসিক শিল্প নগরীতে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া ও গণভোজ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৫৪
বিসিক শিল্প নগরীতে নিহত শ্রমিকদের স্মরণে দোয়া ও গণভোজ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে ২০০০ সালে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।


সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও (বিএনপির সাবেক মহাসচিব) আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।


আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, শিবপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, শিল্পপতি মীর মো: রোমান মিয়া, আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা রিপন রিকাবদার, মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২০০০ সালের ২৫ নভেম্বর নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরীতে চৌধুরী নিটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করে করে থাকে।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com