লালমনিরহাটে ৬১ বিজিবি'র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৪৩
লালমনিরহাটে ৬১ বিজিবি'র বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিস্তা ব্যাটালিয়নের ৬১ বিজিবি এর উদ্যোগে দিনব্যাপী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং মতবিনিময় সভার আয়োজন করে।


সোমবার (২৫ নভেম্বর) দিনব্যাপী শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসক দিয়ে মহিলা রোগী-১৮৫ জন, শিশু রোগী-৪৫ জন ও পুরুষ রোগী-১৬৫ জনসহ মোট-৩৯৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি।


এ সময় আরও উপস্থিত ছিলেন, অধিনায়ক, লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্ত্বে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।


উক্ত সভায় অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।


তিনি আরও বলেন, সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি প্রতিপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত পরিচালনা করে আসছে। সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণ যাতে হত্যার শিকার না হয় সে লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমেও সকলকে প্রেষণা প্রদান করা হচ্ছে।
উক্ত সভায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষিকা ও স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তমাল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com