পঞ্চগড়ে নিখোঁজের দুই মাস পর পরিবারের কাছে ফিরল শিশু
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ২০:০১
পঞ্চগড়ে নিখোঁজের দুই মাস পর পরিবারের কাছে ফিরল শিশু
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে প্রায় দুই মাস পর পরিবারকে খুঁজে পেয়েছে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন শিশু খায়রুল ইসলাম (১২)। পঞ্চগড়ের বোদা উপজেলার মন্নাপাড়া এমদাদুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন কওমি মাদরাসার খাদেম জান্নাতুল বারী মানিক ও আহসানিয়া মিশন শিশু নগরির সমাজকর্মী ইউসুফ আলীর সহযোগিতায় শিশুটি তার পরিবারকে খুঁজে পায়।


সোমবার (২৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সদর থানার মাধ্যমে শিশুটিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়। হারিয়ে যাওয়া সন্তানকে ফেরত পেয়ে খুশি খায়রুলের পরিবার।


খায়রুলের পরিবার জানায়, তার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার চর ব্রাহ্মন্দী এলাকায়। বাবা দেলোয়ার হোসেন ডেকোরেশন শ্রমিক। দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট খায়রুল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। কথাও অস্পষ্ট। গত ২৮ সেপ্টেম্বর বাড়ি থেকে আটরশি দরবারে যাওয়ার কথা বলে বের হয় খায়রুল। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাননি পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মিলেনি।


গত ২ অক্টোবর বোদা বাসস্ট্যান্ডে খায়রুলকে কান্না করতে দেখে কয়েকজন ইজিবাইক চালক। পরে তাকে মন্নাপাড়া এমদাদুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন কওমি মাদরাসায় রেখে যায়। মাদরাসার খাদেম জান্নাতুল বারী মানিক ও আহসানিয়া মিশন শিশু নগরির সমাজকর্মী ইউসুফ আলী শিশুটির পরিচয় বের করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ছবি ছড়িয়ে দেন। এরপর প্রায় দুই মাস পরে শিশুটির পরিবারের সন্ধান মিলে।


খায়রুলের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলেকে এতোদিন যারা দেখেশুনে রেখেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের ভালো রাখুন।


মন্নাপাড়া এমদাদুল উলুম কারিমিয়া কেরাতুল কোরআন কওমি মাদরাসার খাদেম জান্নাতুল বারী মানিক বলেন, আমরা চেয়েছি শিশুটির যেন তার পরিবারকে ফিরে পায়। সোমবার (২৫ নভেম্বর) সে তার পরিবারে ফিরে যাচ্ছে, আমরা এতে খুব আনন্দিত।


পঞ্চগড় আহসানিয়া মিশন শিশু নগরির সমাজকর্মী ইউসুফ আলী বলেন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে শিশুটির ছবি ছড়িয়ে দেই। পাশাপাশি ফরিদপুরের বিভিন্ন থানায় যোগাযোগ করি। এক পর্যায়ে আমরা শিশুটির পরিবারকে খুঁজে পাই।


বিবার্তা/বিপ্লব/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com