
সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক বছরের শিশু জয়নব খাতুনের। এ সময় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তার মা জান্নাতুল খাতুন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুইজন।
জান্নাতুল খাতুন উপজেলার বারুইহাটি গ্রামের জুয়েল মোড়লের স্ত্রী।
এ ঘটনায় জুয়েল মোড়ল জানান, দুপুরে সাড়ে ১২ টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। এক পর্যায়ে পানি গরম করার সময় ওই পানিতে হাত রাখেন তার স্ত্রী। ওই সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কিনা সেটি হাত দিয়ে দেখার সময় একইসাথে দুইজনই বিদ্যুৎ শক পায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ইসলাম শিশু জয়নাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া জুয়েল মোড়লের স্ত্রী এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/সেলিম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]