
বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণিতে পড়ুয়া হালিমুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
২৫ নভেম্বর, রবিবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বারইখালী গ্রামের চাচার বাড়ি থেকে হালিমুনের লাশ উদ্ধার করা হয়। মৃত অবস্থায় উদ্ধার করে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হলিমুন বারইখালী গ্রামের রানা মাতুব্বর একমাত্র মেয়ে। তিনি রওশন আরা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
হালিমুনের মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে নির্দিষ্ট কোন তথ্য এখনো মেলেনি। পুলিশ বলছে, লাশের ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যু রহস্য।
হালিমৃুনের স্বজনেরা জানিয়েছেন, বাবা রানা মাতুব্বর জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করার কারণে মা হারা হালিমুন তার নানা বাড়িতে থাকতেন। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে হালিমুন চাচার বাড়িতে আসে। আসার পর হাসি-খুশিই ছিল হালিমুন। কিন্তু সকালে ঘুম থেকে না জাগলে প্রতিবেশী আলামীন নামের একজন পেছনের দরজা খুলে হালিমুনকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তিনি ঘরের সব দরজা খুলে দিয়ে সবাইকে এগিয়ে আসতে বলেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে হালিমুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
এদিকে স্থানীয়রা ও সমবয়সীরা বলছেন, হালিমুন অত্যন্ত হাসি-খুশি একটি ভদ্র মেয়ে হিসেবে পরিচিত ছিল। সে আত্মহত্যা করবে এমনটা আমরা ভাবতে পারছিনা।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) কে এম শওকত হোসেন বলেন, মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করানো হচ্ছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]