
বাগেরহাটের মোলেগঞ্জে মো. সবুর মলঙ্গী (৫২) নামের এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ নভেম্বর, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে এনজিটির আবাসিক কক্ষ থেকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
সবুর মলঙ্গী সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাচরখি গ্রামের আবুল হাসেম মলঙ্গীর ছেলে। তিনি একটি এনজিওর প্রকল্প সমন্বয়কারী ছিলেন।
সবুরের সহকর্মী মো. সাইফুল ইসলাম বলেছেন, সহকর্মীরা তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় পান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুর মলঙ্গীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা ৭টার দিকে সবুর মলঙ্গীর বড় ভাই মোক্তার হোসেন মলঙ্গী ও তার কয়েকজন সহকর্মী মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, সবুর মলঙ্গীর স্ত্রী রুকসানা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিবার্তা/রাজু/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]