শরণখোলা আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:১৬
শরণখোলা আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে
শরণখোলা (বাহেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন বাগেরহাট বিজ্ঞ জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালত।


২৪ নভেম্বর, রবিবার একটি মারপিট মামলায় তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।


আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে একটি মারামারির ঘটনায় উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মো. এমাদুল হকের পুত্র জামায়াত ইসলামী নেতা মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ১৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৯ নভেম্বর বাগেরহাট জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।


আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য অফিসার ইনচার্জ শরণখোলা থানাকে নির্দেশ দেন। ওই মামলায় ৯ জন আসামী রবিবার সকালে বাগেরহাট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে ৯ জনকে পাঠানোর আদেশ দেন।


কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মুন্সি, হেলাল হোসেন তালুকদার, খায়রুল হোসেন শরীফ, শামিম হোসেন, আজমল হোসেন ও সোহেল হোসেন।


বিবার্তা/শশী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com