
ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় নুর মোহাম্মদ ঘইটা (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
২৪ নভেম্বর রবিবার বিকালে উপজেলার আজমপুর ইউনিয়নের ৩ নং আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নুর মোহাম্মদ মালাধারপুর গ্রামের মৃত ওয়ারিশ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে নুর মোহাম্মদ নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে কোটচাঁদপুর উপজেলার তালশার গ্রামে বিয়াই বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকচালক পালিয়ে যায়।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অন্যদিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামে ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বজ্রাপুর গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকালে দেলোয়ার মাঠে ধান কেটে বাড়িতে আসে। পরে গরুর জন্য ইলেকট্রিক মোটর মেশিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরিবারের লোকজন তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/রাযহান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]