লোহাগড়ায় মাটির ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৪:২৯
লোহাগড়ায় মাটির ট্রলি থেকে পড়ে কিশোরের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ইতনা কাজী অফিসের সামনে মাটি ভর্তি ট্রলির ড্রাইভার ব্রেক করলে রিয়াজুল ইসলাম গাজী (১৫) ট্রলি থেকে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে।


২৪ নভেম্বর, শনিবার ইতনা ইউনিয়নের বিট অফিসার লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে রিয়াজুল ইসলাম গাজী মাটির ট্রলি নিয়ে চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিলো। ইতনা কাজী অফিসের সামনে পৌছালে মাটির ট্রলিটি ড্রাইভার ব্রেক করলে রিয়াজুল ইসলাম ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়।


পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌছালে রাত ১১ টার দিকে সে মারা যায়।


বিবার্তা/শরিফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com