
নড়াইল সদর উপজেলার গোবরা বাজার এলাকায় বিল্লাল শেখ (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের পিকাপ ভ্যান গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে।
শনিবার (২৩ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে গোবরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
আসামি বিল্লাল শেখ গোবরা গ্রামের নওফেল শেখের ছেলে। সে সাজাপ্রাপ্তসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর থানা পুলিশ গোবরা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল শেখকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে দেয়। পরে আসামিকে পুলিশ পিকাপ ভ্যানে করে থানায় নেয়ার পথে নিউটন গাজী, আসামির ছেলে জুয়েল, রাজীব মোল্যার নেতৃত্বে দেড় শতাধিক লোকজন মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, আসামি বিল্লাল শেখকে আটকের অভিযান চলছে।
শনিবার সকাল ৯টায় এ রিপোর্টটি লেখা পর্যন্ত পলাতক আসামি বা এ ঘটনার সাথে জড়িত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
বিবার্তা/শরিফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]