গাজীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুই শ্রমিক নিহত
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৮:৪৭
গাজীপুরে লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুই শ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে ইট বোঝাই লরি-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সরকার (৪৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের নুরুল ইসলাম সরকারের ছেলে। নিহত আরেকজন ও আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনামুল হক সরকারসহ আরও তিন সহযোগী রাজমিস্ত্রীর কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি লতিফপুর এলাকায় পৌঁছালে গোসিঙ্গা বাজার থেকে কাপাসিয়াগামী ইট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়ার তরগাঁও এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এনামুল হক সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।


গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।


শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ইটবোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com