রাজধানীর পূর্ব রামপুরার কুঞ্জবন এলাকায় দেয়াল চাপা পড়ে মোহাম্মদ দিল শান ওরফে জিষান(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা তার মামা শহীদ হোসেন জানান, সকালের দিকে আমার ভাগিনা বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ একটি পুরোনো দেয়াল তার উপর ভেঙে চাপা পড়ে। এতে সে গুরতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ভাগিনাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার চারাই কান্দি গ্রামে। বতর্মানে পূর্ব রামপুরা কুঞ্জবন এলাকায় থাকি। তার পিতা মোহাম্মদ মেরাজ হোসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, রামপুরা থেকে দেয়াল চাপা পরে আহত অবস্থায় এক শিশুকে চিকিৎসক মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]