ডিজিটাল বিলবোর্ডে শেখ হাসিনার গুণকীর্তন, উত্তাল মোংলা
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৬:২৫
ডিজিটাল বিলবোর্ডে শেখ হাসিনার গুণকীর্তন, উত্তাল মোংলা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা পৌরসভার ডিজিটাল বিলবোর্ডে শেখ হাসিনার উন্নয়ন নিয়ে প্রামাণ্যচিত্র প্রচার করায় ১০ নভেম্বর, শনিবার থেকে মোংলা শহর উত্তাল হয়ে উঠেছে। শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।


শনিবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


মিছিল শেষে এক পথসভায় বক্তারা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় শহরের মামার ঘাট এলাকার পৌরসভা থেকে নিয়ন্ত্রিত একটি বিলবোর্ডে শেখ হাসিনা ও তার উন্নয়ন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। ঘণ্টাব্যাপী চলে এ অনুষ্ঠান। বিষয়টি তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ।’


সমাবেশে মোংলা পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোকছেদুল আলম গামা বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও নব্য যোগদানকারী আওয়ামী লীগের দুর্নীতিবাজ পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান শহরে উত্তেজনা তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত দাঙ্গা সৃষ্টির জন্য এ কাজ করেছে। এর দায়ভার তাদের নিতে হবে। আমরা তাদের পদত্যাগের দাবি জানাই। অন্যথায় তাদেরকে সাধারণ মানুষ নিয়ে পদত্যাগে বাধ্য করানো হবে।’


গামা আরও বলেন, ‘দুর্নীতিবাজ খ্যাত সরদার আব্দুল হান্নান যোগদানের পর থেকে পৌরসভায় নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আ'লীগের দুই দোসরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বিএনপির এই সিনিয়র নেতা।


তবে পৌর সচিব অমল কৃষ্ণ সাহা ও হিসাবরক্ষণ কর্মকর্তা সরদার আব্দুল হান্নান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।


বিবার্তা/জাহিদ/রোমেল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com