দুবলারচরে জেলেদের নিরাপত্তায় ওয়্যারলেস সেট স্থাপন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৯
দুবলারচরে জেলেদের নিরাপত্তায় ওয়্যারলেস সেট স্থাপন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগর তীরে শুঁটকি জেলেদের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জানানোর জন্য দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে। দুর্যোগে জেলেদের করতে সেখানে গঠন করা হয়েছে ৬টি স্বেচ্ছাসেবক দল।


ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচী’র (সিপিপি) শরণখোলার জুনিয়র পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাতুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের সময় দুবলারচর সহ কয়েকটি চরে প্রায় ১৫ হাজার শুঁটকিকরণ কাজে জেলে অবস্থান করে। জেলেরা ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা পেয়ে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সে জন্য দুবলার অফিসকিল্লায় উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি ওয়্যারলেস সেট স্থাপন করা হয়েছে।


প্রতিদিন সকাল সন্ধ্যা দু'বার ওয়্যারলেস সেট দিয়ে আবহাওয়া বার্তা গ্রহণ করে তা জেলেদের জানানো হবে। এ ছাড়া দুর্যোগের সময় জেলেদের উদ্ধারে দুবলার অফিসকিল্লায়, মাঝেরকিল্লায় ও জামতলায় ১টি করে এবং আলোরকোলে ৩টি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। প্রতিটি দলে ২০জন করে সদস্য রাখা হয়েছে।


দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদকে স্বেচ্ছাসেবক দল সমূহের প্রধান করা হয়েছে বলে সিপিপি’র জুনিয়র পরিচালক জানিয়েছেন।


দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচীর আওতায় দুবলারচরে ওয়্যারলেস সেট স্থাপন করায় জেলে ও মৎস্যজীবিদের অনেক উপকার হবে। দুবলার চরে সিপিপি’র ৬টি স্বেচ্ছাসেবক দল গঠন করা হলেও নারিকেলবাড়ীয়া ও শ্যালারচরে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়নি।


ঐ দুই চরে ৪/৫ হাজার জেলে থাকায় সেখানেও স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য তিনি সিপিপি’র প্রতি আহবান জানিয়েছেন।


বিবার্তা/শশী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com