সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৩
সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জের সিংগাইরে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।


৩ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় ইউএনও বলেন, যেখানে মিডিয়া শক্তিশালী সেই এলাকায় কাজের স্বচ্ছতা তত বেশি। সরকারি পরিপত্র মেনে উপজেলাবাসীর সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সেই সাথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্সাধারণের জন্য ইউএনও’র দরজা সব সময় খোলা থাকবে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর যে চেতনা নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব সে চেতনা বাস্তবায়ন করা।


এ সময় উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর প্রেস ক্লাবের আহবায়ক মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা মো. সোহরাব হোসেন, যুগান্তর প্রতিনিধি মুহা.মিজানুর রহমান, দেশ রুপান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম তানভীর।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের পাতা ও বিবার্তা২৪.নেট প্রতিনিধি মো.হাবিবুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি আতাউর রহমান, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক সমকাল সংবাদদাতা মোহাম্মদ আলী রিপন, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আলহাজ্ব মো.তারিক বিল্লাহ খান ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, ৩৫ বিসিএস-এ উত্তীর্ণ মো. কামরুল হাসান সোহাগ এর আগে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।


গত ২৮ অক্টোবর সিংগাইর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন তিনি।


বিবার্তা/হাবিবুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com