রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ৮ দফা দাবিতে সমাবেশ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৭:৩১
রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ৮ দফা দাবিতে সমাবেশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।


২ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ৩ টায় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।


রাজবাড়ী জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনয় সভাপতিত্ব করেন আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল চক্রবতী।


বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুশিল দত্ত তাপস, রাজবাড়ী সদর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য শাশ্বতী চক্রবতী প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তর কণ্ঠ রোধ করতে তার নামে দুইটি মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও সারাদেশে আরও অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এসময় তারা এসব মিথ্যা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


সেই সাথে তারা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দাবি করেন।


বিবার্তা/মিঠুন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com