
সেনাবাহিনীর সহায়তায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, পরবর্তীতে মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে দোকান বসালে তার বিরুদ্ধে মামলাসহ নগদ জরিমানা করা হবে।
স্থানীয়রা জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের দুই পাশে শত শত ভাসমান দোকান বসিয়ে অবৈধ ভাবে মহাসড়কে পথচারীদের দুর্ভোগ ও যানজট সৃষ্টি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরে অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]