
ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
২৭ অক্টোবর, রবিবার দিবাগত রাত ১টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল (২৪) ও একই গ্রামের ফরজ মণ্ডলের ছেলে মহিবুল (২৩)।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক বিক্রেতা মাদক কেনা-বেচা করছে । এ সময় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অভিযান চালিয়ে ১০৩ (একশত তিন) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে অবৈধ ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোনসহ নগদ এক হাজার দুইশত ৭০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে ।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]