বাফুফে নির্বাচনে
ঝিনাইদহের জেলা আ.লীগের সহ-সভাপতি পদধারী নির্বাচিত হওয়ায় ছাত্রদের বিক্ষোভ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৫০
ঝিনাইদহের জেলা আ.লীগের সহ-সভাপতি পদধারী নির্বাচিত হওয়ায় ছাত্রদের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) নির্বাচনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদধারী সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে নির্বাচন করে জয়লাভ করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।


২৭ অক্টোবর, রবিবার বিকাল ৫ টায় আওয়ামী লীগ নেতার বিজয়ী হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহ শহীদ মিনার চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করে ।


এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী রায়হান উদ্দীন, যুতি, মাহমুদুর রহমানসহ অন্যান্যরা ।


বক্তব্যে তারা বলেন, নাসের শাহরিয়ার জাহেদী মহুল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । তিনি স্বৈরাচার সরকারের সর্বশেষ একতরফা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা না পেয়ে স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয় । তিনি ও তার ভাই ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাউয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বৈষম্য বিরোধী আন্দোলন বানচাল করার অর্থমদদ দাতা ছিলেন । এমনকি গত ৪ আগস্ট ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে যে হামলা ও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা সংগঠিত হয়েছে পৌরসভা থেকে । প্রশাসনকে মহুল ও তার ভাই ছাত্রদের উপর নির্যাতনের জন্য সব ধরনের ব্যবস্থা করেন । এসময় তাদেরকে মহুলের ক্রস চিহ্নিত ব্যানার হাতে দেখা যায়।


সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । তা না হলে বৃহত্তর আন্দোলন হবে।


উল্লেখ্য, ২৬ অক্টোবর (শনিবার) বাফুফে নির্বাচনে নাসের শাহরিয়ার জাহেদী মহুল সহ-সভাপতি পদে ১১৫ ভোটে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদ হ্যাপি ১০৮ ভোট পান ।


বিবার্তা/রায়হান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com