কুষ্টিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৫:০৩
কুষ্টিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে বসতবাড়িতে চুরির অভিযোগে গণপিটুনিতে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।


২৬ অক্টোবর, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।


সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনাটি নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নতুন সুতাইল গ্রামের আমিরুল ইসলামের ঘরে একটি সংঘবদ্ধ চোর প্রবেশ করে চুরি করার সময় বাড়ির লোকজন জানতে পারলে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় দেড়শ গজ দূরে মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বাড়ির মালিক আমিরুল ইসলাম জানান, বাড়ির কাজ চলছে। তাই দরজা জানালা এখনো লাগানো হয়নি। এ সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় শনিবার রাতে ৩ থেকে ৪ জন চোর বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় টের পেয়ে তাদের ধাওয়া দিলে এক চোর জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোরেরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত চোরের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।


মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, চুরির অভিযোগে স্থানীয় জনগণের গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। নিহত চোরের ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি নিহত জাহাঙ্গীরের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com